ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করবে সন্ত্রাস ও উগ্রবাদ ঠেকাতে

প্রকাশিত : ২০:০৫, ১২ মে ২০১৬ | আপডেট: ২০:০৫, ১২ মে ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাস ও উগ্রবাদ ঠেকাতে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ভারত। দু’দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে এ’কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। আর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, তিস্তাসহ সব ইস্যুতেই ফলপ্রসূ আলোচনা ও অগ্রগতি হয়েছে। এছাড়া, সন্ত্রাসবাদ নির্মূলে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে কাজ হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের বৈঠক হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই সচিব। এ সময় দ্বিপাক্ষিক সব ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম। আর সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয়ভাবে কাজ করবে বলেও জানান তিনি। পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, তিস্তা চুক্তিসহ দু’ দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আশাবাদী বাংলাদেশ। এদিকে অক্টোবরে গোয়ায় ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি