ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

জাফর ইকবালের পাশে সেতুমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছুরি হামলায় আহত শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জাফর ইকবালের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। সেখানে তিনি ড. মুহম্মদ জাফর ইকবালের খোঁজ খবর নেন এবং তার পাশে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন।
সে সময় তিনি জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হকের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার চিকিৎসাসেবা চালিয়ে যেতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
গত শনিবার শাবি ক্যাম্পাসের মুক্ত মঞ্চে জাফর ইকবালের ওপর ছুরি হামলা করে ফয়জুর রহমান ফয়জুল নামে এক তরুণ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ওসমানী হাসপাতাল ও পরে সিএমএইচে ভর্তি করা হয়।
/এআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি