ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

প্রিয়ভাষিণীর প্রথম জানাজা সম্পন্ন, বৃহস্পতিবার দাফন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

 

মুক্তিযোদ্ধা এবং ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। পিংক সিটির জামে মসজিদে তার নামাজে জানাজা হয়। মাগরিবের নামাজের পর হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ জানাজা পরিচালনা করেন। এতে পরিবারের সদস্যরা ছাড়াও অংশ নেন তাকে দেখতে আসা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

জানাজার নামাজ শেষ হওয়ার পর তার মরদেহ ল্যাব এইড হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে হিমঘরে তার মরদেহ রাখা হবে বলে জানিয়েছেন প্রিয়ভাষিণীর বড় ছেলে কারু তিতাস।

এদিকে, মুক্তিযোদ্ধা এবং ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মামা প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম মাহমুদের কবরে সমাহিত করা হবে।

এ সম্পর্কে কবি আব্দুস সামাদ জানান, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মামা নাজিম মাহমুদের কবর আছে। সেই কবরেই বৃহস্পতিবার তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে আরও জানা যায়, প্রিয়ভাষিণীকে দেখতে তার ছোট ছেলে তুর্য থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুধবার রাত ১২টায় ঢাকায় এসে পৌঁছাবেন।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি