ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

প্রয়াত প্রমোদ মানকিন এমপির প্রতি ময়মনসিংহের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা

প্রকাশিত : ১৪:৫৬, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৫:০৫, ১৩ মে ২০১৬

Ekushey Television Ltd.

প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপির প্রতি শ্রদ্ধা জানিয়েছে ময়মনসিংহের সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে তার মরদেহ ময়মনসিংহের ভাটিকাশর ক্যাথলিক চার্চে নেয়া হয়। পরে বিশপ চার্চে তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এরপর স্মরণ সভা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জনতা। এ’সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আজ শুক্রবার হালুয়াঘাটে পারিবারিক সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি