ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত : ১৯:১৯, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৯:১৯, ১৩ মে ২০১৬

Ekushey Television Ltd.

তিন পার্বত্য জেলায় ৪টি সেনা ব্রিগেড ছাড়া বাকি সব সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পার্বত্য নাগরিক পরিষদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এ সভা করে। বক্তারা অভিযোগ করেন, রাজধানীতে পার্বত্যবাসীর অনেক প্রতীক্ষিত পার্বত্য কমপ্লেক্সটি পরিকল্পিতভাবে উপজাতিকরণ করতে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণকিশর বিক্রম ত্রিপুরা ও উপজাতি কর্মকর্তাগণ বৈষম্যমূলক কর্মকান্ড করছে। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অস্ত্রধারী-উপজাতীয়-সন্ত্রাসী চাঁদাবাজদের মোকাবেলায় সেনা বাহিনীর কোনো বিকল্প নেই। পাহাড়ে সেনা বাহিনীর অনুপস্থিতি বিভিন্ন দেশের বিচ্ছিন্নতা বাদীদের স্বর্গরাজ্যে পরিনত হবে। তাই সেনা ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করতে হবে। গত ৮ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪টি সেনা বিগ্রেড বাদে বাকী সব সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি