ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের সাহায্য না করে মিয়ানমারকে চাপ দিন: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ১১ মার্চ ২০১৮

রোহিঙ্গাদের প্রতি বিদেশিদের সাহায্যের হাত বাড়ানোর দরকার নেই। নিজেদের জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ দিতে বিদেশিদের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার রাজধানীতে ‘শিশুর অপুষ্টি: পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় দৈনিক প্রথম আলো এ বৈঠকের আয়োজন করে।

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘একটা দেশ তাদের নিজস্ব জনগোষ্ঠীকে হত্যা ও নির্যাতন করছে। তারা এটা কীভাবে করে? এটা ন্যক্কারজনক।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,‘এই রোহিঙ্গাদের রাখার পেছনে কী কারণ আছে? কী অর্থনৈতিক সুবিধা আছে? কোন ধরনের এনজিও এখানে কাজ করতে চায়? কোন ধরনের লবিস্টরা তাদের পাঠাচ্ছে এখানে? কী তাদের উদ্দেশ্য?’

পর্যটন এলাকা কক্সবাজার নষ্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাহাড় কাটা শেষ। গাছ কাটা শেষ। হাতি মারা যাচ্ছে। ওখানে গাদাগাদি করে লোক থাকে। কিছুদিনের ভেতরে ওখানে কলেরা হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে।’

কেআই/এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি