ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রাজধানীতে শুরু হয়েছে মধুমেলা

প্রকাশিত : ১৮:৩৬, ১৫ মে ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ১৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর মতিঝিলে শুরু হয়েছে চতুর্থ মধুমেলা। রোববার সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন-বিসিক এর আয়োজনে শুরু হয় ৫ দিনব্যাপী এই মধুমেলা। দেশের বিভিন্ন স্থানের মৌ-চাষীরা মেলায় অংশ নিচ্ছেন। মেলায় ২০টি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনায় বক্তারা বলেন, মৌ-চাষ হতে পারে দেশের অর্থনীতির অন্যতম খাত। বেশি ফসল উৎপাদনেও মৌমাছির ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও বিসিকের চেয়ারম্যান হযরত আলী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি