ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

জাফর ইকবাল সিলেটে ফিরবেন বুধবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী বুধবার ছাড়পত্র পাবেন। ওই দিনই বিমানযোগে তিনি নিজ কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবেন বলে জানা গেছে।

অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নুল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন।  

জয়নুল আবেদিন বলেন, জাফর ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সেই সঙ্গে তিনি নিয়মিত খাবার খাচ্ছেন ও রেস্ট নিচ্ছেন। সেলাই কাটার পর বিমানযোগে সিলেট গিয়ে তিনি শাবিপ্রবিতে ছাত্র-শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে বাসায় যাবেন।

উল্লেখ্য, গত ৩ মার্চ বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ফয়জুল হাসান নামে এক যুবক ছুরি নিয়ে জাফর ইকবালের ওপর হামলা করে। এতে গুণী এ লেখক মাথা, হাত ও পিঠে আঘাত পান। ওই হামলার পর পর জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই দিন রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এ ঘটনার পর শিক্ষার্থীরা হামলাকারীকে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে র‌্যাবের কাছে সোপর্দ করে। বর্তমানে ফয়জুল, তার বাবা-মা ও মামা পুলিশ রিমান্ডে রয়েছেন।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি