ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

সিঙ্গাপুরের বাগানে অর্কিডের নাম শেখ হাসিনা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:৫৫, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সিঙ্গাপুরের বিখ্যাত বোটানিকাল গার্ডেনে একটি অর্কিডের নামকরণ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। মঙ্গলবার সকালে বিশ্ব ঐতিহ্যের অংশ ওই বোটানিকাল গার্ডেনের অর্কিড বাগানে প্রধানমন্ত্রী নিজেই ‘ডেনড্রুবিয়াম শেখ হাসিনা’র উদ্বোধন করেন।  
সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি এটা বাংলাদেশের জন্য বিশাল সম্মানের। এটা আমি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি। এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।
বাংলাদেশেও যে এখন ফুলের চাষ বেড়েছে- সে কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক। ব্যবসা আর সৌন্দর্য... ভালবাসা নিবেদন সব ক্ষেত্রেই ফুল ব্যবহার করা হয়।
জানা গেছে, ডেনড্রুবিমায়ম সানপ্লাজা পার্ক এবং ডেনড্রুবিয়াম সিলেটার চকোলেট জাতের সংকর ঘটিয়ে নতুন এই প্রজাতির উদ্ভাবন করেছেন সিঙ্গাপুরের ন্যাশনাল অর্কিড গার্ডেন নার্সারির ব্যবস্থাপক ডেভিড লিম।
এই অর্কিডের গাছটি ২৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। প্রতিটি গাছে ১৫টি মঞ্জুরি হয়। প্যাঁচানো প্রতিটি ফুলের গোড়া হয় মেহগনি রঙের। আর ফুলের মাঝখানে হালকা বাদামী এবং প্রান্ত হয় ধবধবে সাদা।
ডেভিড লিম জানান, আড়াই বছর আগে নতুন এই জাতের অর্কিডের বীজ তৈরি করা হয়।
সিঙ্গাপুর বোটানিকাল গার্ডেনস গ্রুপ ডিরেক্টর নাইজেল টেইলর সি হর্ট অনুষ্ঠানে বাংলাদেশের সরকারপ্রধানের হাতে একটি সদন তুলে দেন।
প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি, ববির স্ত্রী পেপ্পি সিদ্দিক এবং তাদের দুই সন্তান উপস্থিত ছিলেন এ সময়। দুই নাতি ও নাতনিকে সঙ্গে নিয়ে ফুলটির নামফলক বসিয়ে ওই অর্কিডের উদ্বোধন করেন শেখ হাসিনা। পরে তিনি অর্কিড বাগান ঘুরে দেখেন।
ডেভিড লিম জানান, সিঙ্গাপুরের রীতি অনুসারে ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় আড়াইশ রাষ্ট্র ও সরকার প্রধানের নামে স্থানীয় অর্কিডের নামকরণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবাসহ চীনের প্রেসিডেন্ট এবং জাপানের সম্রাটের নামেও অর্কিডের নামকরণ করা হয়েছে সিঙ্গাপুরে।


/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি