ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

বন্ধুদের ডাকে সাড়া দিয়ে আলিফ পাড়ি জমালেন অজানায় [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:০০, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বেশির ভাগই বাংলাদেশি নাগরিক। তাদের পরিবারে এখন চলছে মাতম। নিহত বাংলাদেশিদের তালিকার ৫ নম্বরে থাকা আলিফুজ্জামান আলিফ এর বাড়ি খুলনার রূপসা উপজেলায়। বন্ধুদের আমন্ত্রণে নেপালে বেড়াতে যাচ্ছিলেন তিনি। সোমবার সকালে বিমানে ওঠার আগে ফেসবুকে ছবি আপলোডও দেন আলিফ।

কিন্তু কে জানতো তার এই ভ্রমণ হবে জীবনের শেষ ভ্রমণ। জীবনের হিসাব চুকিয়ে তিনি অজানার উদ্দেশে পাড়ি জমাবেন?

সোমবার ইউএস বাংলার উড়োজাহাজটি ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে নেপালের উদ্দেশে যাত্রা করে। রয়টার্স জানিয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন।

ইউএস বাংলা এয়ারলাইনসের ওই উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীসহ মোট ৭১ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং একজন চীন ও একজন মালদ্বীপের নাগরিক।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি