ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

মধুচন্দ্রিমা করা হলো না আঁখি-মিনহাজের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মাত্র ১৩ দিন হয়েছে বিয়ে হয়েছে। মেহেদীর রং মুছে যায় নি হাত থেকে। নেপালে মধুচন্দ্রিমায় যাচ্ছিলেন। কিন্তু বিধি বাম। বিমান দুর্ঘটনা কেড়ে নিল জীবন। হানিমুনের স্বাদ নেওয়া হলো আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের।
সোমবার নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে হানিমুনের উদ্দেশে রওনা দেন এই নবদম্পত্তি। ঢাকার শাহজালাল বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে উঠেন। সময়মতো কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও পৌঁছান কিন্তু মাটি স্পর্শ করেননি তারা; করেছে নিথর দেহ।

আজ মঙ্গলবার নিহত আঁখি মনির বন্ধু কুশল ইয়াসির এ তথ্য জানান। তিনি বলেন, নিহত নবদম্পতি আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের বাসা রাজধানীর মহাখালীতে।

জাঁকজমকপূর্ণ ওই অনুষ্ঠানের পর পরিবারের উদ্যোগে তাদের নেপালে হানিমুনে পাঠানো হয়।
কুশল জানান, কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার পর আঁখি ও মিনহাজের মোবাইল ফোন থেকেই দেশে তাদের মৃত্যুর খবর আসে। বর্তমানে কাঠমান্ডুর হাসপাতালের মর্গে এ নবদম্পতির লাশ রয়েছে।

প্রসঙ্গত, সোমবার বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় ২৬বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ৯ বাংলাদেশিসহ ২২ জন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি