ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ডা. শাওন বেঁচে আছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় স্ত্রী তাহিরা তানভীন শশী নিহত হলেও তার স্বামী ডা. রেজওয়ানুল হক শাওন বেঁচে আছেন বলে নিশ্চিত করেছেন তার মামা আইনজীবী আসাদুজ্জামান আসাদ। মঙ্গলবার সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে আহত অবস্থায় নেপালের ওম হাসপাতালে শাওন চিকিৎসাধীন রয়েছেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, ‘নেপালে তার পরিবারের ৫ জন সদস্য অবস্থান করছেন। সেখান থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ডা. শাওন আশঙ্কামুক্ত।’   

তবে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি গতকাল সোমবার বিধ্বস্ত হলে শাওন-শশী দু’জনই নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিলো পরিবার থেকে। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া তথ্য অনুযায়ী, ডা. শাওন আহত হয়ে নেপালের ওম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার চারজন ক্রু ও ৬৭ যাত্রী মিলে৭১ জন আরোহী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৪৯ জন নিহত হয়েছেন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি