ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

খোঁজ মিলেছে কেবিন ক্রুর শিশুকন্যা হিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নেপালে ইউএস-বাংলার এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হওয়ার পর বিমানের কেবিন ক্রু নাবিলার উত্তরার বাসা থেকে নিখোঁজ কাজের বুয়াসহ দুই বছরের মেয়ে হিয়ার সন্ধান মিলেছে। পুলিশ কাজের বুয়াকে আটকের পর ভাষানটেকে নানীর বাসায় শিশুটিকে পাওয়া যায়। উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন খাঁন জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে হিয়ার খোঁজ মেলে। নানীর পরিবারকে শিশুটিসহ থানায় ডাকা হয়েছে। থানা পুলিশের কাজ শেষে কেবিন ক্রূ নাবিলার লাশ আনতে বিমানবন্দর যাবে পরিবার।

গতকাল (সোমবার) নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের কেবিন ক্রু নাবিলার দুই বছরের মেয়ে হিয়াকে নিয়ে বাড়ির বুয়া রুনা পালিয়ে যান বলে সোমবার রাতেই হিয়ার দাদি বিবি হাজেরা উত্তরার পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি ৯০২) দায়ের করেন।
পরে উত্তরা পশ্চিম থানার ২৩ নং সড়কের পাশের একটি বাসা থেকে কাজের বুয়া রুনাকে আটক করে পুলিশ। বর্তমানে সে থানায় আটক রয়েছে।
প্রসঙ্গত, গতকাল (সোমবার) নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি