ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:০২, ৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই মিলে দেশ গড়তে হবে। সবাই মিলে কাজ করলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।

সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার গৌরীপুর-হোমনা সেতু, কোম্পানিগঞ্জ-মুরাদনগর-হোমনা মহাসড়ক ও শাসনগাছা রেলওয়ে ওভার পাস প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্থানীয় সংসদ সদস্যসহ স্থানীয়রা।

বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ বিশ্বের কাছে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সবাই মিলে এক সাথে কাজ করলে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ালীগ সরকার ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন হয় ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি