ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাস্তব অগ্রগতি নেই: প্রধানমন্ত্রী   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার পরও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানবতার বিষয়টি বিবেচনা করে আমরা তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমার ও বাংলাদেশের মন্ত্রী পর্যায়ে বৈঠকসহ আমরা বেশ কিছু উদ্যোগও নিয়েছি। চুক্তি স্বাক্ষর হয়েছে। কিন্তু বাস্তবে তাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে কোনো অগ্রগতি হচ্ছে না।   

বৃহস্পতিবার সকালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এহসানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়েও সরকার বিশেষ নজর রেখেছে।

এসময় সলিল শেঠি জানান, রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা হয়েছে, তা অপরাধ। রোহিঙ্গাদের জন্য বিশ্বজুড়ে জনমতের চাপ সৃষ্টি করতে হবে।  

এইসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

আর/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি