৪ সচিবের দফতর বদল, ভারপ্রাপ্ত হলেন ৪ জন
প্রকাশিত : ১৯:৩৯, ১২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:০৮, ১২ এপ্রিল ২০১৮

সচিব পদমর্যাদার চার জন কর্মকর্তাকে বদলি এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার চার জন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। একই সঙ্গে ১২ জন অতিরিক্ত সচিবের দফতর বদল এবং ঢাকার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব) আবু হেনা মো. রাহমাতুল মুনিমকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুককে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সুরক্ষা সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মহিবুল হককে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদারকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম আল হোসেনকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজমকে ঢাকা বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে ১২ জন অতিরিক্ত সচিবের দফতর বদল করা হয়েছে। বাসস
আর/টিকে
আরও পড়ুন