ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি সহ্য করা হবে না: দুদক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি কোনো ক্রমেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ঘুষ নিয়ে শিক্ষকের বদলি হবে কেন? শিক্ষকের চেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি পৃথিবীতে আর কে আছে?

বুধবার সকালে যশোর সার্কিট হাউস মিলনায়তনে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা কোচিং সেন্টারে পাঠানোর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করবেন না। কোচিং সেন্টার বন্ধে সরকারকে কঠোর হতে বলেছি।

ইকবাল মাহমুদ বলেন, দেশ সোনায় সোহাগা হয়ে যায়নি, এখনও দুর্নীতি আছে। আমার প্রতিষ্ঠানের (দুদক) মধ্যেও আছে, তবে আমরা কমানোর চেষ্টা করছি। মনে রাখবেন, এটা একটা যুদ্ধ যা একদিনেই শেষ হবে না।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের দিকে দুদক বেশি নজর দিচ্ছে। কারণ আমাদের সীমাবদ্ধতা আছে, সব সময় সমানভাবে দমন করা যায় না।

তিনি বলেন, দুর্নীতি দূর করার জন্য দেশের প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘ গঠন করা হচ্ছে। নৈতিকতার অনুশীলনে স্কুলে স্কুলে সততা স্টোর খোলা হচ্ছে। একই সঙ্গে জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে মানুষের মানসিকতা পরিবর্তনে সচেতনতা সৃষ্টিতে কাজ করা হচ্ছে।

খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুদকের খুলনা কার্যালয়ের পরিচালক আবুল হোসেন, নড়াইলের দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মনিরুজ্জামান মল্লিক, কুষ্টিয়া দৌলতপুর উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাতক্ষীরার কলারোয়া উপজেলা কমিটির সভাপতি আকতার আসাদুজ্জামান প্রমুখ। যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি