ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

ছোট্ট সেঁজুতির চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৫৭, ২২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সেঁজুতি নারায়নগঞ্জে প্রমিস চাইল্ড অ্যাকাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। কিছুদিন আগে তার দাদু মারা গেছে। সেঁজুতি তার দাদুকে ভুলতে পারেনা। টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে তার মনে পড়ে তার দাদুর কথা। তার মনে হয় প্রধানমন্ত্রীর চেহারার সঙ্গে তার দাদুর চেহারার অনেক মিল। বিশেষ করে নাক। তাই আবেগ সংবরন করতে না পেরে চিঠি লিখে প্রধানমন্ত্রীকে। ছোট্ট হাতের সেই আঁকাবাঁকা চিঠিতে সে প্রধানমন্ত্রীকে তার বাড়ীতে আমন্ত্রন জানায়।

এক সপ্তাহ পর আসে প্রধানমন্ত্রীর চিঠির উত্তর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো সংবলিত নিজস্ব প্যাডে কম্পোজ করা সেই চিঠিতে প্রধানমন্ত্রী সেঁজুতিকে ভাল করে পড়তে বলেন। সেঁজুতির দাদুকে যেন আল্লাহ বেহেশত নসীব করেন সেই কামনাও করেন তিনি। চিঠিটি পড়ার সময় মনে হয় যেনো কোনো আপন দাদী নাতিনের চিঠি বিনিময় হচ্ছে। গ্রাম বাংলার যৌথ পরিবারগুলোতে যে ভালবাসা লুকায়িত তা পাওয়া যায় এই চিঠিতে।

সেঁজুতি`র মা আজ রোববার সন্ধ্যায় এই প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী এতো ব্যস্ততার মধ্যেও আমার ছোট্ট একটা মেয়ের চিঠি উপেক্ষা করতে পারেননি, এটাই আশ্চর্য্যের। আসলেই তার মানবতা অনেক উঁচু পর্যায়ের।

এএ/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি