ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিজেপির সম্পাদকের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৫৫, ২৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বৈঠক করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার ভারতে রাজধানী নয়াদিল্লিতে বিজেপির নতুন কার্যালয়ে তারা বৈঠক করেন।

বিজেপির আমন্ত্রণে তিনদিনের সফরে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সফরে তিনি আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

রাম মাধবের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন শ্রী রামলাল, শ্রী অরুণ সিং ও পররাষ্ট্র বিষয়ক ইনচার্জ শ্রী বিজয়।

এর আগে এই সফরের অংশ হিসেবে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে এক বৈঠক করেন ওবায়দুল কাদের। সেসময় মোদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ‘দৃঢ় ও সাহসী’ নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘দেখুন, আপনার নেতৃত্বে দেশ কতটা এগিয়ে যাচ্ছে।’

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি