ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে অনেস্টি শপের যাত্রা শুরু

প্রকাশিত : ১৮:১৭, ২ জুন ২০১৬ | আপডেট: ১৮:১৭, ২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে সততা শিক্ষা প্রকল্পের অনেস্টি শপের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই শপ উদ্বোধন করেন বুয়েটের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ এথিক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইকবাল মাহমুদ। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইএসডি স্কুলের চেয়ারম্যান ও ব্যাবিলন গ্র“পের ডিরেক্টর এস.এম. এমদাদুল ইসলাম। সততা চর্চার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে এই বিপনী। যেখানে কোন বিক্রেতা বা দোকানদার থাকবে না। ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় পণ্য নেবে এবং সঠিক মূল্য দোকানের ক্যাশ বাক্সে রাখবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি