ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন

প্রকাশিত : ০৯:১৮, ৩ জুন ২০১৬ | আপডেট: ০৯:১৮, ৩ জুন ২০১৬

অবশেষে বিতর্কিত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার কথা জানিয়েছেন, মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার পল রায়ান। যদিও এর আগে ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনা করে তাকে সমর্থন করবেননা বলে জানিয়েছিলেন শাক্তিশালী এই রিপাবলিকান নেতা। রায়ান জানিয়েছেন তাদের মধ্যে মতবিরোধ থাকলেও কিছূ মৌলিক জায়গায় ঐক্যমতে পৌঁছেছেন তারা। ট্রাম্পের প্রার্থীতার ইস্যুতে রিপাবলিকান শিবিরে ভাঙ্গনের আশংকা করা হচ্ছিল। তবে সম্প্রতি তার প্রার্থীতাকে মেনে নিতে শুরু করেছেন রিপাবলিকান নেতারা। এদিকে এই রিপাবলিকান প্রার্থীর পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন সম্ভাব্য ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি