ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫

দেশকে অস্থিতিশীল করতেই টার্গেট কিলিং করছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০:২৮, ৬ জুন ২০১৬ | আপডেট: ২০:২৮, ৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বিদেশি গোয়েন্দা সংস্থা ও স্থানীয় রাজনীতিক দেশকে অস্থিতিশীল করতে টার্গেট কিলিং করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সে সময় তিনি আরো বলেন, শিগগিরই চট্টগ্রামে এসপি’র স্ত্রী হত্যায় জড়িতদের খুঁজে বের করা হবে। এই ঘটনার রহস্য উৎঘাটনে গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, মোটর সাইকেলে তিনজন চলাচল করতে পারবে না। পুলিশ পরিবারের সদস্যদের নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের মনোবল ভেঙ্গে দিতেই এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। এছাড়া দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বভাবিক রয়েছে বলেও জানান মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি