ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আফগানিস্তানে রকেট হামলায় মার্কিন সাংবাদিকসহ নিহত ৪

প্রকাশিত : ২০:৫১, ৬ জুন ২০১৬ | আপডেট: ২০:৫১, ৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

আফগানিস্তানে রকেট হামলায় মার্কিন ফটো সাংবাদিক ডেভিড গিলকিসহ চার জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন আফগান দোভাষী জুবিউল্লাহ তামান্না। অপর দুইজন গাড়ি চালক ও আফগান সেনা সদস্য। হেলমান্দ প্রদেশে মারজাহ এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার স্বীকার হন তারা। ডেভিড গিলকি ন্যাশনাল পাবলিক রেডিও-এনপিআরের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। ইরাকে মার্কিন মেরিনদের কাজ করার জন্য ২০০৭ সালে জাতীয় এমি পুরস্কার পান ডেভিড। ২০১১ সালে হোয়াইট হাউজ ফটোগ্রাফার অ্যাসোসিয়েটসের সেরা ফটোগ্রাফার নির্বাচিত হন। এছাড়া ইবোলো, ভেটারনার মেডিকেল, দুর্যোগ ও যুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্যও পুর®কৃত হন তিনি। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি