মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান আহসানউল্লা মাস্টারের মা
প্রকাশিত : ১১:২৩, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১১:২৩, ১৪ জুন ২০১৬
মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান আহসানউল্লা মাস্টারের মা। দীর্ঘ ১১ বছর বিচারপ্রক্রিয়া শেষে শ্রমিক নেতা ও সাবেক সংসদ সদস্য আহসানউল্লা মাস্টার হত্যা মামলাটি এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানি শেষে ১৫ জুন আদেশের দিন ধার্য রয়েছে। পরিবারের আশা ন্যায় বিচার পাবেন তারা।
মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান মা বেগম রোসমেতুনেসা। প্রতিদিন ছেলের কবরে গিয়ে দু হাত তুলে এই প্রার্থনাই জানান তিনি।
মুক্তিযোদ্ধা-শিক্ষক-শ্রমিক নেতা আহাসান উল্লা মাস্টার। ছয় দফা ও ১১ দফাসহ বাঙালির মুক্তির আন্দোলনে সক্রিয় অংশ নেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে আসেন আহসানউল্লা মাস্টার।
এরপর যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। তারও আগে একবার উপজেলা চেয়ারম্যান ও দু’বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
২০০৫ সালের ১৬ এপ্রিল বিচারিক আদালত বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। আসামীদের দুই জন মারা গেছেন, ১৭ জন কারাগারে, বাকি ৯ জন পলাতক।
পরে বিচারিক আদালতের রায়ের বিষয়ে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিল হয়। দশ বছরেরও বেশি সময় পর গত ২১ জানুয়ারি শুরু হয় আপিল মামলার শুনানি।
শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ১৫ জুন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ।
আরও পড়ুন










