ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিসিটিভির আওতায় আনা হচ্ছে পুরো চট্টগ্রাম মহানগরীকে

প্রকাশিত : ১০:২২, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১০:২২, ১৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

সিসিটিভির আওতায় আনা হচ্ছে পুরো চট্টগ্রাম মহানগরীকে। নগর পুলিশ প্রশসানের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ মোড়, স্থাপনায় লাগানো হচ্ছে ৩শ’ সিসিটিভি। এর ফলে অপরাধীদের দ্রুত সনাক্ত ও চিহ্নিত করা যাবে বলে মনে করেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। আইন শৃংখলা পরিস্থিতির অবনতি রোধ এবং দ্রুত আপরাধীদের সনাক্ত করতে ২০১৪ সালে চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপর্ণ ২৫ পয়েন্টে বসানো হয় ১১০টি সিসি ক্যামেরা। সিটি কর্পোরেশনের উদ্যোগে বিল বোর্ড উচ্ছেদে শুরু  হলে সিএমপি’র বাসানো অধিকাংশ সিসি ক্যামরার বিকল হয়ে যায়। ভেঙ্গে পড়ে সিসি টিভির নেটওয়ার্ক। সম্প্রতি এসপি বাবুল আখতারের স্ত্রী মিতু হত্যা, দুবৃর্ত্তদের পলিয়ে যাওয়া এবং অপরাধীদের সনাক্ত করা নিয়ে বিপাকে পড়ে সিএমপি পুলিশ। নিজম্ব নেটওয়ার্ক না থাকায় ঘটনাস্থলের আশপাশ থেকে সংগ্রহ করতে হয় ভিডিও ফুটেজ। ফলে অপরাধীদের গতিবিধি এবং তাদের সনাক্ত করতে কিছুটা বিপাকে পড়েছে সিএমপি। এ অবস্থায় নগরবাসীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নগরীর বিভিন্ন পয়েন্টে ৩শ’টি সিসি টিভি ক্যামেরা লাগানোর কথা জানান সিএমপি কমিশনার। চট্টগ্রাম মহানগরীকে সিসি ক্যামেরার আওতায় আনার ফলে দ্রুত অপরাধীদের সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন,  ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানাকে সিসি টিভির আওতায় আনা হয়েছে। মনিটরিং করা হচ্ছে থানার কার্যক্রম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি