ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ ৪ ঘন্টা থেকে বাড়িয়ে ৭ ঘন্টা বন্ধ

প্রকাশিত : ১০:৩৮, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১০:৩৮, ১৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

পবিত্র রমজানে রাজধানীর বাসা-বাড়িতে গ্যাস-বিদ্যুতের সরবরাহ ঠিক রাখতে, সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ ৪ ঘন্টা থেকে বাড়িয়ে ৭ ঘন্টা বন্ধ রাখা হচ্ছে। আর যতক্ষণ চালু থাকে তখনও গ্যাসের চাপ থাকে না বলে অভিযোগ গ্রাহকদের। ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, গ্যাসের চাপ কমেছে অর্ধেকের বেশি। কিছু কিছু এলাকার বাসা-বাড়িতেও দেখা গেছে একই চিত্র। মনে হতে পারে এটি কোনো যানজটের চিত্র। কিন্তু না; এটি মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা বিভিন্ন পরিবহনের দৃশ্য। একই চিত্র, রাজধানীর তেজগাঁও, দারুস সালাম, মিরপুর, কাজীপাড়া এলাকার সিএনজি স্টেশনগুলোতেও। ঘন্টার পর ঘন্টার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে পরিবহনগুলোর। ফিলিং স্টেশন সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন বলছে, গ্যাসের চাপ কমেছে অর্ধেকের বেশি। মনোরঞ্জন ভক্ত, সহ-সভাপতি, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন শুধু সিএনজি স্টেশনগুলোতে নয়; গ্যাসের সংকট রাজধানীর বেগুনবাড়ি-মিরপুর-১৪ সহ বেশ কিছু এলাকার বাসা-বাড়িতেও। রোজায় সেহ্রী ও ইফতার তৈরী করতে পারছে না গ্যাসের অভাবে। তবে, সরবরাহ ঠিক আছে; কোথাও গ্যাসের সংকট নেই দাবি করে সব অভিযোগ অস্বীকার করলেন তিতাসের এই কর্মকর্তা। রমজান মাস ঘিরে রাজধানীর কোথাও গ্যাসের সংকট থাকবে না বলেও দাবি করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি