ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বান্দরবানে অনির্দিষ্টকালের সড়ক ও নৌ-পথ অবরোধ

প্রকাশিত : ১৫:০৭, ১৫ জুন ২০১৬ | আপডেট: ১৫:০৭, ১৫ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মংপু মারমার অপহরণের প্রতিবাদে ও  উদ্ধারের দাবিতে বান্দরবানে অনির্দিষ্টকালের সড়ক ও নৌ-পথ অবরোধ চলছে। জেলা আওয়ামী লীগের ডাকা অবরোধে সকাল থেকে বান্দরবানের অভ্যন্তরীণ দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। এতে বিপাকে পড়ে দূরপাল্লার অনেক যাত্রী। এসময় বান্দরবানের ট্রাফিক মোড়, বাসস্ট্যান্ডসহ প্রধান সড়কগুলোতে অবরোধকারীরা আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। সোমবার গভীর রাতে জামছড়ি মুখপাড়া থেকে মংপু মারমাকে ১০ থেকে ১৫ জনের অস্ত্রধারী একটি দল ধরে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি