ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আজ বিক্রি হবে ২ জুলাইয়ের আগাম টিকেট

প্রকাশিত : ০৯:৫৭, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১৫:১৮, ২৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘœ করতে অজ্ঞান পার্টি, মলমপার্টি ও ছিনতাইকারিদের প্রয়োজনে গুলি করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এদিকে টানা নয় দিনের ছুটির কারণেই ঈদে বাড়ি ফেরার আগাম টিকেট পেতে কমলাপুর রেল স্টেশনে ছিলো না দীর্ঘ লাইন। রেল কর্তৃপক্ষ বলছে, ঈদ যাত্রা নির্বিঘœ করতে সব ব্যবস্থাই নেয়া হয়েছে, আর প্রতিদিন দেয়া হচ্ছে ৪৩ হাজার টিকিট। কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে আজ দেয়া হয়েছে ২ জুলাইয়ের রেল টিকিট। সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে টিকিটের জন্য মানুষের ভিড়। তবে যারা লাইনে ছিলেন তারা সবাই পেয়েছেন ঘরে ফেরার টিকিট। ঝামেলা ছাড়াই কাঙ্খিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা। এরই মধ্যে আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে যাচ্ছেন সোনার বাংলা নামের নতুন আরেকটি ট্রেন। এটি সংযুক্ত হলে যাত্রী ভোগান্তি আরো কমে আসবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর আগমনের কারণে ২৫ জুন কমলাপুর থেকে টিকিট বিক্রি বন্ধ থাকবে। এদিন আগামী ৪ জুলাইয়ের আগাম টিকিট বিক্রির কথা ছিল। ৪ জুলাইয়ের টিকিট বিক্রি হবে ২৬ জুন। আর ৫ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে ২৭ জুন। আর টিকিট কালোবাজারি ঠেকাতে সার্বক্ষণিক নজর রাখছে সাদা পোশাকের পুলিশ। এদিকে রাজধানীর গাবতলী-সায়েদাবাদসহ অন্যান্য বাস টার্মিনাল গুলোতে ছিলো না যাত্রীদের বাড়তি চাপ। বাস কাউন্টার গুলো বলছে রোববার থেকে বাড়বে যাত্রীর চাপ। ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘœ করতে অজ্ঞান পার্টি, মলমপার্টি ও ছিনতাইকারিদের প্রয়োজনে গুলি করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আর ২৯ জুনের পর রাজধানীবাসীর নিরাপত্তা ও টিকিটের কালো বাজারি ঠেকাতে আরো কঠোর অবস্থানে যাবে পুলিশ তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি