ঢাকা, বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাহাজ নির্মাণের আধুনিক প্রশিক্ষণে দক্ষ জনশক্তি তৈরি

প্রকাশিত : ১০:১৪, ২৮ জুন ২০১৬ | আপডেট: ১০:১৪, ২৮ জুন ২০১৬

Ekushey Television Ltd.

জাহাজ নির্মাণের আধুনিক প্রশিক্ষণে দক্ষ জনশক্তি তৈরি করছে খুলনা শিপইয়ার্ড। দেড়শ তরুণকে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা। খুলনা শিপইয়ার্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কর্মকর্তারা বলছেন, দেশ ও দেশের বাইরে দক্ষ শ্রমিকের চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৫৭ সালে জাহাজ নির্মাণ ও মেরামতের জন্য খুলনা শিপইয়ার্ড স্থাপিত হয়। ১৯৯৯ সালে এর দায়িত্ব নেয় নৌবাহিনী। এরইমধ্যে পেট্রোল ক্রাফট, যুদ্ধ জাহাজ এলপিসি, কন্টেইনার ভেসেল, কার্গোসহ বিভিন্ন নৌযান তৈরি করছে প্রতিষ্ঠানটি। পরে ২০১০ সালে ‘স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট-স্টেপ প্রোজেক্ট’এর আওতায় শিপইয়ার্ডেই গড়ে তোলা হয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। বিভিন্ন কারিগরী বিষয়ে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। ইলেকট্রিক্যাল ওয়ারিং, ওয়েলডিং, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং ও শিপ-ফ্রেব্রিকেশন এ ৪টি বিভাগে প্রশিক্ষণার্থী রয়েছেন ১৫০ জন। বাস্তবে কাজগুলো শিখে দক্ষ কারিগর হয়ে উঠছেন তারা। ট্রেনিং সেন্টারের কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশে-বিদেশে ভাল কাজ পাচ্ছেন। এ সেন্টারে আরো আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা গেলে যুগোপযোগী প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে বলেও জানান তারা। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরী শিক্ষার উন্নয়নে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি