ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

টঙ্গীর জোড়া খুনের মামলার ৫ অভিযুক্ত গ্রেফতার

প্রকাশিত : ১৯:২৫, ২৮ জুন ২০১৬ | আপডেট: ১৯:২৫, ২৮ জুন ২০১৬

Ekushey Television Ltd.

টঙ্গীর জোড়া খুনের মামলার মূল হোতা সন্দেহে কামরুল ইসলাম কামুসহ ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান হয়, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সাভারের ডেন্ডাবর এলাকা থেকে কামরুল ও তার সহযোগীদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ৩টি সামুরাই ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, কামরুল আরো ২০টি মামলার আসামী এবং বিভিন্ন মামলায় ৩৪ বছর দন্ডপ্রাপ্ত। জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জোড়াখুনে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা হয় সংবাদ সম্মেলনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি