বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থবছরের প্রাক্কলিত ব্যয় ২৬১ কোটি ৩৬ লাখ টাকা
প্রকাশিত : ১৫:৪৮, ২৯ জুন ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ২৯ জুন ২০১৬
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থবছরের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬১ কোটি ৩৬ লাখ টাকা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের মিলন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম খান জানান, এ বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ২৩৭ কোটি ৭৯ লাখ টাকা অনুদান পাবে বিশ্ববিদ্যালয়। এছাড়া এই অর্থবছরে বাজেটে সামগ্রিক ঘাটতির পরিমাণ ৫৭ লাখ টাকা দাঁড়াবে বলেও জানান তিনি। এদিকে সম্পূরক বাজেট ও সেবা খাত থেকে বিশ্ববিদ্যালয়ের এ ঘাটতি পূরণ করা যাবে বলে জানান অধ্যাপক কামরুল ইসলাম।
আরও পড়ুন