ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পছন্দ আর সামর্থের সামঞ্জস্য রেখে পোশাক কেনাকাটায় ব্যস্ততা

প্রকাশিত : ০৯:২১, ৩০ জুন ২০১৬ | আপডেট: ০৯:২১, ৩০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ক’দিন বাদেই ঈদ। পছন্দ আর সামর্থের সামঞ্জস্য রেখে পোশাক কেনাকাটায় বেড়েছে ব্যস্ততা। সব বয়সী ক্রেতাদের চাহিদা মাথায় রেখে হরেক পোশাকের সমারোহ বিপনীবিতানগুলোয়। এদিকে ঈদ উপলক্ষে টুপিও বানাতে ব্যস্ত কারিগররা। পিরোজপুরে জমে উঠেছে ঈদ বাজার। পছন্দসই পোশাক কিনতে ব্যস্ত সব বয়সীরা। বিপনীবিতানগুলোতে হরেক-রকম পোশাকের পসরা। এবারের ঈদে দেশী সূতি কাপড়ের পাশাপাশি জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তানের পোশাক। তবে দাম নিয়ে রয়েছে ভিন্ন মত। দিনাজপুরের ৬ থেকে ৭ শতাধিক কারখানায় পোশাক তৈরিতে ব্যস্ত কারিগররা, বিভিন্ন নামের বাহারী পোশাক তৈরি করছেন তারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। নতুন পোষাকেরর সাথে চাই  নতুন টুপি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কারখানাগুলোতে টুপি তৈরিতে ব্যস্ত কারিগররা । এসব কারখানায় কাজ করছেন ৫ শতাধিক শ্রমিক। সূতার রকমারি নকশায় এসব টুপি রফতানিও হচ্ছে। অন্য সময়ের তুলনায় ঈদে বেড়ে যায় টুপির চাহিদা। বাড়ে শ্রমিকদের আয় ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি