ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

যে সন্ত্রাসীরা গুলশানের ক্যাফেতে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের শেকড় খুঁজে বের করা হবেঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:৪৫, ৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৪৫, ৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে সন্ত্রাসীরা গুলশানের ক্যাফেতে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের শেকড় খুঁজে বের করা হবে। কারা অস্ত্র ও বিস্ফোরক দিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন তিনি। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিইজি কিহারা গনভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানের প্রতিমন্ত্রী ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, এর আগে সন্ত্রাসীদের লক্ষ্য ছিল গুপ্তহত্যা, পুরোহিত, ফাদার, বৌদ্ধভিক্ষু হত্যা।  ওইসব ঘটনায় জড়িত অনেকেই গ্রেপ্তার হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম, জাপান ও ভারতের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এবং জাপানের প্রতিমন্ত্রী সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে একমত হন। পারস্পরিক স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেন জাপানি প্রতিমন্ত্রী
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি