ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

তেরেসা মে’র অবস্থান চূড়ান্ত হওয়ার পর পদত্যাগপত্র জমা দেয়ার কথা জানিয়েছেন ডেভিড ক্যামেরন

প্রকাশিত : ১৯:১৫, ১২ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:১৫, ১২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তেরেসা মে’র অবস্থান চূড়ান্ত হওয়ার পর পদত্যাগপত্র জমা দেয়ার কথা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বুধবার বেকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিবেন তিনি। সোমবার কনজারভেটিভ প্রার্থী আন্দ্রেয়া সরে দাঁড়ালে বিনা প্রতিদ্বন্ধিতায়  দলীয় প্রধানের পদ নিশ্চিত হয় ৫৯ বছর বয়সী তেরেসা মে’র। নিয়মানুযায়ী ক্ষমতাসীন  দলের প্রধান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে হিসেবে দ্বিতীয় নারী হিসেবে যুক্তরাজ্যের ৭৬ তম প্রধানমন্ত্রী  হচ্ছেন তেরেসা। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের অর্থনীতি আরো শক্তিশালী করাই হবে তার সরকারের প্রথম লক্ষ্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি