ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেড়ে গেছে দালালের দৌরাত্ম

প্রকাশিত : ১৩:২৩, ১৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:২৩, ১৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

দালালের দৌরাত্ম বেড়ে গেছে চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে। বিভিন্ন অজুহাতে ভোগান্তিতে ফেলে পাসপোর্ট প্রত্যাশিদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা। অনেকটা প্রকাশ্যে এই হয়রনি চললেও কর্মকর্তারা বলছেন, এরজন্যে আবদেনকারীরাই দায়ী। চার বছর বয়সী প্রতিবন্ধি ছেলে আদিলের চিকিৎসার জন্যে পাসপোর্ট আবেদন নিয়ে দু’ দিন ধরে কর্মকর্তাদের কাছে ধর্ণা দিচ্ছেন  নগরীর কালামিয়া বাজার থেকে আসা সালেহা বেগম। নানা অজুহাতে গ্রহন করা হয়নি হয়নি আবেদন। একুশে টেলিভিশনের ক্যামেরা দেখার পর নড়েচড়ে বসেন কর্তারা। জমা নেন সালেহা বেগমের আবেদন। নির্ধারিত ফি’র বাইরে দেড় থেকে দুই হাজার টাকা বাড়তি নেয়া হচ্ছে বলে অভিযোগ করলেন আবেদনকারীরা। ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট এবং ডেলিভারী নেয়ার ক্ষেত্রেও ভোগান্তির শেষ নেই। হয়রানির অভিযোগ মেনে নিলেও এ জন্যে আবেদনকারীদের  দুষলেন এই কর্মকর্তা। চট্টগ্রামের এই আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলা ও মহানগরীর ১৩টি থানার আবেদন গ্রহন করা হয়। এসব আবেদন দ্রুত নিম্পত্তি এবং হয়রানি কমাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি