ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ফ্রান্সে ৮৪ জন নিহতের ঘটনায় মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক

প্রকাশিত : ১৩:২৬, ১৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:২৬, ১৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ফ্রান্সে জাতীয় দিবসে হামলায় ৮৪ জন নিহতের ঘটনায় মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এদিকে ট্রাক দিয়ে জনতার ওপর হামলাকারী মোহাম্মদ বুলেলের ছবি প্রকাশ করেছে ফ্রান্স সরকার। ৩১ বছর বয়সী তিউনিশিয় হামলাকারী নিস শহরেই বসবাস করতেন। গোয়েন্দা সংস্থাগুলোর অপরাধীর তালিকায় তার নাম না থাকলেও পুলিশের খাতায় বুলেলের নাম ছিলো।  হামলায় নিহত ৮৪ জনের মধ্যে ১০ জন শিশু। আহত দুই শতাধিকের মধ্যে গুরুতর অবস্থায় আছে অর্ধশত।  হামলার পর জরুরি অবস্থা আরো ৩ মাস বাড়ানো হয়েছে। দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি