ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

হলি আটিজম রেস্তোরার হামলার মামলার তদন্তের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১৫:৫৯, ১৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৫৯, ১৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

রাজধনীর হলি আটিজম রেস্তোরার হামলার মামলার তদন্তের অগ্রগতি হয়েছে।পাশাপাশি জঙ্গিদের উস্কানীর মূলক বক্তব্য দেওয়ার কারনে জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। শনিবার দুপুরের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। এসময় তিনি বলেন, যারা জঙ্গিদের সহাযতা করছে তাদের খুজে বের করা হবে। এছাড়া তিনি বলেন, গুলশানে হলি আটিজমে জঙ্গি হামলায় যারা জড়িত তারা সবাই বাংলাদেশী। কিন্তু এই জঙ্গি হামলা দেশি বিদেশী ষড়যন্ত্রে অংশ বলে মন্তব্য করেন তিনি। পুলিশের পাশাপাশি জনগনকে সঙ্গে নিয়ে জঙ্গিদের ধবংশ করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি