জঙ্গী হামলাসহ সাম্প্রতিক সময়ে দেশব্যাপী গুপ্ত হত্যার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ
প্রকাশিত : ১৮:২৯, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:২৯, ২১ জুলাই ২০১৬
গুলশান ও শোলাকিয়া জঙ্গী হামলাসহ সাম্প্রতিক সময়ে দেশব্যাপী গুপ্ত হত্যার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।
’জেগে উঠো বাংলাদেশ’ ব্যানারে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ থেকে এই প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন কর্মসুচীতে বক্তারা অভিযোগ করেন, ধর্মের নামে একাত্তরের মানুষ হত্যা করা হয়েছে। এখন একই কায়দায় পরাজিত শক্তি মানুষ হত্যায় মেতে উঠেছে। ধর্মান্ধ এসব জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে দেশের সকল সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।
আরও পড়ুন