আইএসের শেষ শক্ত ঘাঁটি নির্মূলে ঐক্যবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা
প্রকাশিত : ১৮:২২, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:২২, ২১ জুলাই ২০১৬
সিরিয়া ও ইরাকে আইএসের শেষ শক্ত ঘাঁটি নির্মূলে এবার ঐক্যবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা।
ওয়াশিংটনে আইএস নির্মূল সংক্রান্ত বৈঠক শেষে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার বলেন, আইএস দমনে পরবর্তী পদক্ষেপ নিয়ে একমত বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এর অংশ হিসেবে প্রথমে ইরাকে আইএসের প্রধান ঘাঁটি মসুল ও সিরিয়ায় রাকার নিয়ন্ত্রণ নেয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি। তবে এসব ঘাঁটি দখল করলেও বিশ্বব্যাপী আইএসে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করা খুব সহজ হবে না বলেও সতর্ক করেন অ্যাশ কার্টার। এছাড়া সম্প্রতি আইএসমুক্ত শহরগুলো পুনর্গঠনের ব্যাপারেও উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।
আরও পড়ুন