ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

পেশাগত দক্ষতার পাশাপাশি মেধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:৪৪, ২৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৪৪, ২৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতার পাশাপাশি মেধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্ব  দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর নির্বচনী পর্ষদের সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে তিনি সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০১৬-এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতেও সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে সকল অফিসার সামরিক জীবনের নানা পর্যায়ে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নৈতিকভাবে বলীয়ান ও বিশ্বস্ততায়  প্রশ্নহীন তাদেরকে পদোন্নতি প্রদানে অগ্রাধিকার দেয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি