ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে ৪ নারী জেএমবি সদস্য আটক

প্রকাশিত : ১৫:৩৯, ২৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৩৯, ২৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের মাসুমপুর থেকে এবার ৪ নারী জেএমবি সদস্যকে আটক করেছে গোয়েন্দারা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, ককটেল ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, সংঘবদ্ধভাবে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। সিরাজগঞ্জ শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে রুমানা খাতুন রুমা, হাবিবা আক্তার মিশু, রুনা খাতুন ও নাদিয়া তাবাসসুম রানী নামের চার নারী জঙ্গিকে আটক করা হয়। পরে তাদের হাজির করা হয় পুলিশ সুপারের কার্যালয়ে। জঙ্গিদের কাছ থেকে ৬টি ককটেল ও জিহাদী বইসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক নারী জঙ্গিরা কোথায় হামলা করার লক্ষ্য পরিকল্পনা করছিল, সেটি তাদের জিজ্ঞাসাবাদে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি