ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পাবনায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

প্রকাশিত : ১২:৫৭, ২৫ জুলাই ২০১৬ | আপডেট: ১২:৫৭, ২৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

পারিবারিক কলহের জেরে পাবনা সদরের রামেশ্বরপুর গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই। পুলিশ জানান, দীর্ঘদিন ধরে তজিমউদ্দিন মোল্লার সঙ্গে তার ছোট ভাই বেলাল হোসেন মোল্লার টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিলো। এরি জেরে গত রাতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে বেলাল তার বড় ভাই তজিমকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরিবারের স্বজনরা বাধা দিতে এলে আহত হন ৪ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক আছেন বেলাল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি