ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ান অ্যাথলেটরা অলিম্পিক ভিলেজের অব্যবস্থাপনায় অখুশি

প্রকাশিত : ১৫:১০, ২৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:১০, ২৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

অলিম্পিক ভিলেজের অব্যবস্থাপনায় অখুশি অস্ট্রেলিয়ান অ্যাথলেটরা। ২১শে জুলাই রিও পৌছেলেও সেখানে অবস্থান করছেন না তারা। দলের টিম চিফ কিটি চিলার জানান, রিও ভিলেজ নিরাপদ নয়, প্রস্ততও নয়। কেননা, গ্যাস, ইলেকট্রিসিটি, পানির ব্যবস্থা নিয়ে রয়েছে সংকট। তাই অস্ট্রেলিয়ান কোন সদস্যকে সেখানে রাখতে প্রস্তুত নয় কিটি চিলার। ভিলেজের সমস্যা সমাধান করতে এবং কমপাউন্ড পারিষ্কার রাখতে এক হাজার ক্লিনার-সহ বাড়তি মেনটেনেন্স স্টাফ নিয়োগ করা হয়েছে। তবুও সমস্যা মেটেনি বলে দাবি কিটির।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি