ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো মতপার্থক্য নেই

প্রকাশিত : ১৫:১৩, ২৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:১৩, ২৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

আইএস প্রশ্নে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো মতপার্থক্য নেই বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সোমবার রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় সন্ত্রাসীরা জড়িত। তবে এইসব সন্ত্রাসীরা বাইরের কারো প্রভাবে সন্ত্রাসের দিকে ঝুঁকছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। আর সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি