ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

আলীকে ‘ফ্যান অব দ্য উইক’ নির্বাচন করেছে আইসিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ২৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:৪৯, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের দুই বছরের শিশু আলীর ক্রিকেট প্রতিভায় মুগ্ধ বিশ্ব। তার নান্দনিক ব্যাটিং স্টাইলের ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। গতকাল বৃহস্পতিবার প্রথমে ওই ভিডিও শেয়ার করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি আলীকে `ফ্যান অব দ্য উইক` নির্বাচিত করেছে।

ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটির সঙ্গে আইসিসি লিখেছে, মাত্র ২ বছর বয়স। অফ সাইডে তার টেকনিক সত্যিই অসাধারণ! আলী, তুমি আইসিসির `ফ্যান অব দ্য উইক`! তোমার বাবা উৎসাহ দিলে একদিন তুমি বাংলাদেশের হয়ে অনেক ভালো খেলতে পারবে।

আইসিসির পোস্ট করা ভিডিওটি এখন সবাই শেয়ার করছেন। পরে ওই ভিডিওর রিমিক্স ভার্সনও পোস্ট করেছে আইসিসি। যাতে দেখা গেছে, আলী খেলছেন পেছনে ধারাভাষ্য চলছে, প্রত্যেকটা বল সাহসের সঙ্গে মোকাবিলার করার পরপরই স্টেডিয়ামে দর্শকরা উল্লাসে ফেটে পড়ছেন!

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি