ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

তারেক রহমানকে কারাদন্ড দেয়ার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ করবে ২৭ জুলাই

প্রকাশিত : ১৫:২৩, ২৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:২৩, ২৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

মুদ্রাপাচার মামলায় হাইকোর্ট তারেক রহমানকে ৭ বছরের কারাদন্ড দেয়ার প্রতিবাদে আগামী ২৭শে জুলাই বুধবার দেশজুড়ে আবারও বিক্ষোভ করবে বিএনপি। সকালে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, নতুন নতুন মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে আটকে রেখে পীড়ন-নির্যাতনের অভিনব নিষ্ঠুর কৌশল অনুসরণ করছে সরকার। একই সঙ্গে আওয়ামী লীগ  রাজনৈতিক ঐতিহ্য হারিয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি