ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

৪১ নদ-নদীর পানি বৃদ্ধি ও ভূমি ধসের সম্ভাবনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৫, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পাহাড়ী এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।

দেশের নদীগুলোর মধ্যে ৪১টি নদীর পানি বৃদ্ধি পাবে এবং ৪৮টি নদীর পানি হ্রাস পাবে বলে আবহায়া অফিস ও বন্যা সতর্কী কেন্দ্র আজ গণমাধ্যমকে জানিয়েছে।

আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে আজ দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় ব্রক্ষ্মপুত্র, যমুনা ও পদ্মার নদ-নদীর পানি সমতুল স্থিতিশীল এবং মেঘনা অববাহিকার নদীসমূহের পানি থাকবে বলে বন্যা সতর্কী কেন্দ্র জানায়।

আবহাওয়া অফিস আরো জানায়, আজ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুন্ড অঞ্চলসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে পাহাড়ী এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।

এছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম, আসাম মেঘালয়, ত্রিপুরায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার ও গোয়াহাটিতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এছাড়া প্রবল বৃষ্টির ফলে দেশের ৪১টি নদীর পানি বৃদ্ধি পায় বলে বন্যা সতর্কী কেন্দ্র জানায়।

বাসস।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি