ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন শুরু
প্রকাশিত : ১৬:১৭, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:১৭, ২৬ জুলাই ২০১৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীতা চূড়ান্ত করতে ফিলাডেলফিয়ায় শুরু হয়েছে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন।
সম্মেলনের শুরুতেই উইকিলিকসের ফাঁস করে দেয়া হিলারির ইমেইল তথ্য দিয়ে দলীয় কর্মীদের তোপের মুখে পড়ে দলের শীর্ষ নেতারা। এসময় ভারমন্টের সিনেটার বার্নি স্যান্ডার্স তাঁর সমর্থকদের হিলারী ক্লিনটনকে সমর্থন দেয়ার জন্য আহবান জানান। এছাড়া সম্মেলনে আরো বক্তব্য রাখেন মিশেল ওবামা, এলিজাবেথ ওয়ারেনসহ অন্যরা। সম্মেলনে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ যোগ দিয়েছেন।এরমধ্যে ডেলিগেটের সংখ্যা ৫ হাজারের বেশি। মাত্র একদিন আগে ইমেইল কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির প্রধান ডেবি ওয়াসারম্যান শুলজ।
আরও পড়ুন










