সন্ত্রাসীরা যাতে প্রযুক্তি ব্যবহার করে সুবিধা না পায় সে জন্য সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৩:০৯, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:০৯, ২৮ জুলাই ২০১৬
প্রযুক্তি ব্যবহার করে সন্ত্রাসীরা যাতে সুবিধা না পায় সে জন্য প্রযুক্তি ব্যবহারে সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের ছেলেরা নতুন নতুন উদ্ভাবনী কৌশল আবিষ্কার করছে। উদ্ভাবনে তরুণ প্রজন্ম এগিয়ে যাবে। তিনি আরো বলেন,১৯৯৬ সালের আগে ডিজিটাল কিছুই ছিলো না আর এখন প্রায় সবাই কম্পিউটার ব্যবহার করতে পারে। নতুন কিছু উদ্ভাবন করে জনপ্রশাসনই একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন