ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

তারেক জিয়াকে দূরে রাখার জন্যই আদালতের রায়কে বাতিল করা হয়েছেঃ গয়েশ্বর চন্দ

প্রকাশিত : ১৯:৩৬, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৩৬, ২৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

রাজনীতি থেকে তারেক জিয়াকে দূরে রাখার জন্যই মুদ্রা পাচার মামলায় জজ আদালতের দেয়া রায়কে বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । রাজধানীর প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দিয়ে আওয়ামী লীগ বোকামী করেছে অভিযোগ করে গয়েশ্বর বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি বলে সরকার আতংকে রয়েছে। জঙ্গীবাদের বিরুদ্ধে সব দলকে রাজপথে নামার সুযোগ দেয়ার আহবান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি